খুলনা ও লালমনিরহাটে বৃহস্পতিবার সকালে পৃথক দুর্ঘটনায় বেপরোয়া ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন- খুলনা মোক্তার হোসেন সড়কের বাসিন্দা এনামুল কবির (৫০) এবং লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর হলদিবাড়ি গ্রামের পবিত্র কুমারের ছেলে রঞ্জিত কুমার (৪)।
খুলনা মহানগরীর লবণচোরা থানার ওসি আব্দুল খায়ের বলেন, বৃহস্পতিবার সকালে রূপসা সেতুর দিক থেকে জিরো পয়েন্টের দিক যাওয়ার সময় হাইওয়ে সড়কের বাম পাশের দারোগার লিজ নামকস্থানে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই এনামুল মারা যান। তার সাথে একটি বাইসাইকেল ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বুড়িমারী-ঢাকা মহাসড়কে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে হলদিবাড়ি এলাকার ডিএস ফিলিং স্টেশনের সামনে রঞ্জিত কুমার রাস্তা পার হওয়ার সময় বুড়িমারীগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা রঞ্জিতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি। সূত্র : ইউএনবি।