স্টাফ রিপোর্টার : শামীম এন্টারপ্রাইজের বাসে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০ টার সময় রংপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসলে রাত ১২ টা ৭ মিনিটের সময় গাইবান্দার পলাশবাড়ী এলাকায় অতর্কিত এ হামলা চালায় দুষ্কৃতিকারীরা। বাসটির নম্বর ঢাকা মেট্রো ব ১৪-৫৯৮৪। এতে বাসটির ডান দিকের সমস্ত জানালার কাচ ভেঙ্গে যায়। যাত্রীদের শরীরে জানালার কাচ ভেঙ্গে পড়ায় অনেক যাত্রী মারাত্মক আহত হন। এতে করে শীতের রাতে বাসের প্রায় ৪০জন যাত্রী বিপাকে পড়ে। তীব্র শীতের হাড়কাপুনি বাতাসে বিশেষকরে শিশু ও বৃদ্ধধরা শারিরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।