মিথ্যা মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদে বিএনপির গণঅনশন কর্মসূচি শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ শীর্ষ নেতাদের পানি পান করিয়ে বিকাল ৩টা ১৫ মিনিটে এই অনশন ভাঙান।
বৃহস্পতিবার বিকেল ৩টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. মোশাররফ হোসেনসহ শীর্ষ নেতাদের পানি পান করিয়ে এই অনশন ভাঙানো হয়।
সকাল ১০টায় রাজধানীর ঢাকা মহানগর নাট্য মঞ্চে বিএনপির উদ্যোগে এ গণঅনশন কর্মসূচি শুরু হয়। অনশন কর্মসূচিতেও নেতাকর্মীদের ঢল নামে। ঢাকা মহানগর নাট্য মঞ্চ প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে পড়ে।
গণঅনশন কর্মসূচিকে কেন্দ্র করে মহানগর নাট্য মঞ্চের আশেপাশে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়।