করোনাভাইরাসে চীনে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পেলেও আরও ৯৭ জনের মৃত্যু ঘটিয়েছে।
বুধবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৭ জনের মধ্যে ৯৪ জনের মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে, যেখানে প্রথম এ ভাইরাসটির উৎপত্তি হয়েছিল।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, করোনাবাইরাসে এখন পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে ১ হাজার ১১৩ জন মারা গেছে এবং নতুন করে ২ হাজার ১৫ জন আক্রান্তের মাধ্যমে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৪ হাজার ৬৫৩ জনে দাঁড়িয়েছে।
এদিকে চীনের বাইরে অন্তত ২৫টি দেশে আড়াইশর বেশি মানুষের দেহে এ করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আর চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ফিলিপাইন্স ও হংকংয়ে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।