ময়মনসিংহ লাইভ ডেস্ক : সচেতনতার অভাব, অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলেই শিল্প-কারখানা এবং গার্মেন্ট খাতে ময়মনসিংহে গত এক বছরে অগ্নিকাণ্ড ঘটেছে ৩৪টি। এতে ক্ষতি হয়েছে প্রায় চার কোটি টাকা; উদ্ধার হয়েছে প্রায় ৮৮ লাখ টাকার সম্পদ। এদিকে সারাদেশের শিল্প-কারখানা ও গার্মেন্টে এক হাজার ১৭৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতি হয়েছে ৩৪ কোটি ৬০ লাখ টাকা।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৯ সালে সারা দেশে শিল্প-কারখানায় ৯৯৭টি অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে ঢাকায় ঘটেছে ৫২০টি। এগুলোয় ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি ৫২ লাখ টাকা। আর উদ্ধার করা হয়েছে প্রায় ১০০ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ। চট্টগ্রামে গত বছর অগ্নিকাণ্ড ঘটেছে ১২১টি। এতে ক্ষতি হয়েছে প্রায় আট কোটি ১৯ লাখ টাকা। উদ্ধার করা হয়েছে প্রায় ৫২ কোটি ৩০ লাখ টাকার সম্পদ। একই সময় রাজশাহীতে ১৩৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় এক কোটি ১৪ লাখ টাকা। উদ্ধার করা হয়েছে প্রায় ১৩ কোটি ১০ লাখ টাকার সম্পদ। খুলনায় এক বছরে ৬৩টি অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে প্রায় চার কোটি ৫৯ লাখ টাকা; উদ্ধার হয়েছে ১৬ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ।
এছাড়া গত বছর বরিশালে শিল্প-কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে ২৩টি, যেখানে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। সিলেটে এক বছরে অগ্নিকাণ্ড ঘটেছে সাতটি। এসবে ক্ষতি হয়েছে প্রায় ১১ লাখ টাকা; উদ্ধার করা হয়েছে এক কোটি সাত লাখ টাকা। এছাড়া রংপুরে গত এক বছরে ৯২ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৯৬ লাখ ৮৭ হাজার টাকা। আর ময়মনসিংহে গত এক বছরে অগ্নিকাণ্ড ঘটেছে ৩৪টি। এতে ক্ষতি হয়েছে প্রায় চার কোটি টাকা; উদ্ধার হয়েছে প্রায় ৮৮ লাখ টাকার সম্পদ।