অদ্ভুত মুখমণ্ডলের কন্যা শিশুর জন্ম, দেখতে মানুষের ভিড়

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অদ্ভুত আকৃতির এক কন্যা শিশুর জন্ম হয়েছে। শনিবার দিবাগত রাতে শৈলকুপা শহরের একটি বেসরকারি ক্লিনিকে শিশুটির জন্ম হয়।

জন্মদাত্রী গৃহবধূ বিথী খাতুন। এ শিশু জন্ম দেওয়া দম্পতির বাড়ি বগুড়া ইউনিয়নের শিতালী গ্রামে। এটিই ওই দম্পতির প্রথম কন্যা সন্তান। শিশুটির বাবা খাইরুল ইসলাম ওই গ্রামের একজন কৃষিজীবী মানুষ।

অদ্ভুত আকৃতির শিশুটির জন্মের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছে।

শিশুটির দাদা জানান, নবজাতকের মাথার উপরের অংশ পুরোপুরি গঠিত নয়। চেহারা ছাপ বয়স্ক মানুষের মত ও চোখ দুটো বড় বড়। এ ছাড়া তার শরীরের পুরো অংশ স্বাভাবিক।

Share this post

scroll to top