পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এক ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। আজ সোমবার ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায় তারা। ফলে সিরিজজয়ে এগিয়ে রইলো পাকিস্তান।
সকালে ৬ উইকেটে ১২৬ রান নিয়ে মাঠে নামেন মুমিনুল হক ও লিটন দাস। ইনিংস হার এড়াতে চার উইকেট হাতে নিয়ে আরো ৮৬ রান করতে হতো টাইগারদের। কিন্তু আগের দিনের ধারাবাহিকতা সকালেও রেখেছে বাংলাদেশ। মাত্র চার রান করে ফিরে গেছেন মুমিনুল। ৩৭ রান নিয়ে শুরু করে ৪১ রানে থামেন অধিনায়ক।
শূন্য হাতে খেলতে নেমে ২৯ রানে ফিরেন লিটন দাস। আর টেল-এন্ডারদের মধ্যে রুবেল হোসেন ১, আবু জায়েদ শূন্য রান করে ফিরেন। শূন্য রানে অপরাজিত ছিলেন এবাদত হোসেন।
পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি চারটি, মোহাম্মদ আব্বাস-হারিস সোহেল দুটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিলো ২৩৩ রান।
তৃতীয় ও শেষ দফার সফরে আগামী ৫ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই সফরে একটি ওয়ানডেও খেলবে টাইগাররা।