বিশ্বকাপও জিতলো- ভারতীয় খেলোয়ারদের পিটুনিও দিলো বাংলার টাইগাররা

বাংলাদেশ জিতে যাচ্ছে তা সহ্য হচ্ছিল না হেরে যাওয়া ভারতীয় ক্রিকেটারদের। খেলার শেষ মুহুর্তে বাংলার টাইগারদের উপর ঝাপিয়ে পড়ে ভারতীয় ক্রিকেটাররা। আর বাংলার টাইগাররাও বসে থাকেনি। প্রতিবাদ স্বরূপ তারাও পাল্টা জবাব দেয় ভারতকে। ইতিহাসের লজ্জাজনক জয় পেতে যাচ্ছে ভারত তা যেন ছিলো ভারতের কাছে স্বপ্নের মতো। খেলা শুরু হওয়ার আগেই বাংলাদেশের যুবদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলো ভারতীয় গণমাধ্যমগুলো। আর তা দেখেও পাল্টা হুমকি দিয়েছিলো বাংলাদেশের যুবরা। তারা বলেছিলো ভারতকে ছেড়ে দিবে না। সুতরাং তার শেষ ফল খেলার শেষে স্পষ্টতই বুঝা গেলো। বংলাদেশ কোনো দেশের কাছে মাথা নোয়ায় না তা আবারেও প্রমাণিত হলো। তবে ভারতীয় খেলোয়ারদের পিটুনি দেয়ায় দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

নাটকীয় যুব বিশ্বকাপ ফাইনালের শেষে উঠে এল এক লজ্জার ছবি। যেখানে ম্যাচের পরে দেখা গেল দুই দলের ক্রিকেটাররা প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। আর ভারতীয় কোচকে মাঠে নামতে হচ্ছে ক্রিকেটারদের শান্ত করতে।

বড় মঞ্চে বরাবরই বাংলাদেশের দৌড় ছিল কোয়ার্টার ফাইনাল কিংবা খুব জোর সেমি ফাইনাল। এবার তারা উঠেছিল ফাইনালে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে প্রথমবার উঠেই বরাবরের পথের কাঁটা ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেতেই পচেস্ট্রুমে তখন পাগলপারা অবস্থা শরিফুল,শাকিব, অভিষেক, হৃদয়, আকবরদের।

রাকিবুল লেগ সাইডে মেরে এক রান নেওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে আসে গোটা বাংলাদেশ দল। সঙ্গে জাতীয় পতাকা। অধিনায়ক আকবর আর রাকিবুলকে নিয়ে তখন উচ্ছ্বাস বাধ মানছে না। উনিশের গণ্ডি ছুঁই ছুইঁ একদন বাঙালি তরুণ যেন তখন বিশ্বাস করতেই পারছেন না যে তারাই বিশ্ব চ্যাম্পিয়ন। মাঠেও তাঁদের সমর্থনে ভিড় জমিয়েছিলেন প্রবাসীরা। বাউন্ডারির বাইরে তাদের উদ্দাম নৃত্য, নাগিন ডান্সের সঙ্গে মাঠের ভিতরে শরিফুল,শাকিবদের মাঠ পরিক্রমা যেন মিলে মিশে একাকার হয়ে গেল।

Share this post

scroll to top