স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও উত্তর জেলা বিএনপি।
শনিবার দুপুরে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, অ্যাডভোকেট এম এ হান্নান খানপ্রমুখ। একই দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে উত্তর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।