তানিউল করিম জীম : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র আহসান হাবীব হামজা (২৪) গত দুইদিন ধরে নিখোঁজ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় ৮ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
হামজা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অনার্স ৪ বর্ষের শিক্ষার্থী এবং শহীদ নাজমুল আহসান হলের আবাসিক ছাত্র। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।
পরিবার ও হল সূত্রে জানা গেছে, হামজা শুক্রবার সকালে নিজ বাড়িতে যাবেন বলে তার বাবাকে জানান। এ উদ্দেশ্যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে শপিং ব্যাগ হাতে হল থেকে বের হন। কিন্তু পরে বাড়িতে যাননি এবং হলেও ফিরে আসেননি। পরে শুক্রবার সকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাড়ি থেকে যোগাযোগ করতে না পেরে তার পিতা এবং ভগ্নিপতি শনিবার বিশ্ববিদ্যালয়ে আসেন। তারা জানিয়েছেন আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের বিষয়টি জোড়দার করা হবে।