ময়মনসিংহে শুধু জানুয়ারী মাসেই ৭কোটি ৩০লাখ টাকার মাদক জব্দ

স্টাফ রিপোর্টার : ২০২০ সালের শুরুতেই ময়মনসিংহের জেলা পুলিশ দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, সরকারের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলামূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি বছরের জানুয়ারি মাসে উল্লেখযোগ্য ঘটনাবলিরে সফলতা নিয়ে জেলা পুলিশ মিট দ্যা প্রেসের আয়োজন করে। নবাগত পুলিশ সুপার মোহা: আহমার উজ্জান বিপিএম মিট দ্যা প্রেসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, ময়মনসিংহ জেলায় শুধুমাত্র গত জানুয়ারী মাসেই সাত কোটি ৩০ লাখ টাকার মাদক জব্দ করেছে জেলা পুলিশ। মাদক আইনে মামলা হয়েছে ২৬৩টি, গ্রেপ্তার করা হয়েছে ৩৫৮ জন। এছাড়াও একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মিডিয়া সেন্টারে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আহমার উজ্জামান। তার যোগদানের এক মাসের সাফল্যের চিত্র সাংবাদিকদের মাঝে তুলে ধরতেই এই ব্রিফিংয়ের আয়োজন করেন তিনি।

গত ১০ জানুয়ারি মুক্তাগাছা থানার তরুণী গণধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার, কোতোয়ালি থানার চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রী ও সন্তান হত্যা, এইচএফ হৃদয় আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র কাউছার (১৬) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার রহস্য উদঘাটন, জেলা ডিবি চোরাই মোটরসাইকেল ও ক্যামেরা চোর সদস্য আলমগীর হোসেন ওরফে টুলুকে গ্রেপ্তার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ সুপার বলেন, মাদকের মূল উৎস পর্যন্ত পৌঁছাতে পারলেই মাদকের মূলহোতাদের ধরতে সক্ষম হব। সেই লক্ষ্যেই পুলিশ কাজ করছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, হাফিজুর রহমান, জয়িতা শিল্পী, আল আমিন, ওসি কোতোয়ালি মাহমুদুল ইসলাম, ওসি ডিবি শাহ কামাল আকন্দ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top