স্টাফ রিপোর্টার : রাজনীতিতে বিএনপি বিষবৃক্ষ ও জামায়াত মানুষরূপী দানব বলে মন্তব্য করেছেন জাসদ কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি। শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা ও মহানগর জাসদের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা জাসদের সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে জাসদ স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বক্তব্য রাখেন।