স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল’র বিরুদ্ধে উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র এবং তিনজন উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জেলা প্রশাসক ও বিভাগীয় কমশিনার বরাবরে অনাস্থা প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইউপি চেয়ারম্যান ও অন্য সদস্যরা এ অনাস্থা প্রস্তাব দেন।
রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু ছাইদ সরকার জানান, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও বিভাগীয় কমশিনারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেয়া হয়েছে। অনাস্থা প্রস্তাবে বলা হয়, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল একজন স্বেচ্ছাচারী, ক্ষমতার অপব্যবহারকারী ব্যক্তি। তিনি রাষ্ট্রের হানিকর কাজে জড়িত এবং স্বজনপ্রীতি করে ইচ্ছাকৃত কুশাসন চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদের সকল সদস্যগণের সাথে অসদাচরণ করে চলেছেন। সরকারি উন্নয়ন কাজে অহেতুক বাধা প্রদান করে চলছেন যাহা সরকারের ভাবমূর্তি নষ্ট করার শামিল এবং প্রকাশ্যে কটুক্তি করেন। তার লোকজন দিয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে প্রকাশে শারীরিক নির্যাতনসহ লাঞ্চনা করে যাচ্ছেন তিনি।
এ ব্যাপারে ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল বলেন, আমার বিরুদ্ধে অনাস্থা প্রদানের বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কি কারণে আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন তা আমার জানা নেই। তিনি আরও বলেন, এই বিষয়ে ইউএনও অফিস বা সমাজসেবা অফিসে আলোচনায় বসে আমার সামনে কেউ যদি স্বেচ্ছাচারী, ক্ষমতার অপব্যবহারকারী এবং রাষ্ট্রের হানিকর কাজ করেছি বলতে পারে তাহলে আমি পদত্যাগ করবো।