বাল্যবিয়ের অপরাধে পিতাসহ বর ও শ্বশুরের জেল-জরিমানা

মাগুরার মহম্মদপুরে বাল্যবিয়ের অপরাধে বর, বরের পিতা ও কনের পিতাকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বর কামরুল মোল্যাকে (২৬) বাল্যবিয়ের অপরাধে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। বাল্যবিয়ে সংগঠিত করার অপরাধে বরের পিতা এখলাস মোল্যা ও কনের পিতা শফিউল ইসলামকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

কামরুল ও তার পিতা এখলাস মোল্যা মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা এবং কনের পিতা শফিউল ইসলাম মহম্মদপুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের কাছে উপজেলার সোনাপুর এলাকায় বাল্য বিয়ে হচ্ছে এমন খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই শফিউল ইসলামের মেয়ের সাথে কামরুলের বিয়ে সম্পন্ন হয়ে যায়। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন।

Share this post

scroll to top