খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে মশাল মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। শুক্রবার সন্ধ্যায় মিছিলটি মিরপুর রোডের বাটা সিগনাল থেকে শুরু করে সাইন্সল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের পাঠাগার সম্পাদক তানজিল আহমেদ খান রাছেল বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্তির দাবি জানিয়ে আসছি। সরকার যদি দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি না দেয় তাহলে ছাত্রদল দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দেশনেত্রীকে মুক্ত করবে।

এসময় তিনি আরো বলেন, দেশনেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত ঢাকা কলেজ ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

মিছিলে আরো উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব, ইব্রাহিম দর্জি, সাজ্জাদ হোসেন চৌধুরী, আব্দুর রাজ্জাক, রাহাত মাহমুদ জুয়েল, সহ সাধারণ সম্পাদক আবু জায়েদ পাটোয়ারী, স্বাস্থ্য সম্পাদক মিলনসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

Share this post

scroll to top