ময়মনসিংহে শেয়াল মারতে মুরগির খামার ঘিরে বিদ্যুতের তার : বিদ্যুস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুরগির খামার ঘিরে  বিদ্যুতের তার দিয়ে তৈরি শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রী মারা গেছেন। নিহত মাদ্রাসা ছাত্রী মর্জিনা আক্তার (১৩)  মুক্তাগাছা উপজেলার রৌয়ারচর গ্রামের আব্দুল জলিল ও রাবেয়া খাতুনের একমাত্র সন্তান।

শুক্রবার বিকালে বাড়ির পাশে ওই ছাত্রী থানকুনির পাতা ওঠাতে গেলে মুরগির খামারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, শেয়াল মারা বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে মেয়েটির মৃত্যু হয়েছে। মুরগি ফার্ম মালিকদের অবহেলার কারণেই মেয়েটির মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, রৌয়ারচর গ্রামের মোস্তাফিজুর রহমান ও ইসলাম নামে দুইব্যক্তি বাড়ির পাশে অপরিকল্পিতভাবে মুরগির ফার্ম দিয়ে ব্যবসা করে আসছে। ফার্মে যাতে শেয়াল ঢুকতে না পারে সেজন্য চারপাশে তার ঝুলিয়ে বিদ্যুতের লাইন দিয়ে ফাঁদ তৈরি করে রাখেন।

এদিকে, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মকবুল হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মুরগির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাবা আব্দুল জলিল ও মা রাবেয়া খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন।

Share this post

scroll to top