নাক দিয়ে কেন রক্ত পড়ে?

২০০৮ সালের ৭ আগস্ট সকালের ঘটনা। উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে টঙ্গীর ছয় বছর বয়সী টুম্পাকে একটি রক্তমাখা কাপড় দিয়ে নাক চেপে হন্তদন্ত হয়ে মা-বাবা নিয়ে এলেন।

আমরা পরীক্ষা করে দেখলাম, তার ডান নাক দিয়ে অবিরাম রক্ত ঝরছে। রোগীর মা-বাবাকে জিজ্ঞেস করে আঘাতের কোনো ইতিহাস পেলাম না। হঠাৎ করেই তার নাক দিয়ে রক্তপাত শুরু হয়। প্রথমে আমরা কয়েক মিনিট তার নাক চেপে ধরে দেখলাম যে এতে রক্তপাত বন্ধ হচ্ছে না। তখন আমরা রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে তার দুই নাকে প্যাক ও সাথে কিছু ওষুধ দিলাম এবং রোগীকে দুই দিন পর প্যাক খুলতে আসার উপদেশ দিলাম।

নাক দিয়ে রক্তপাত একটি উপসর্গ। এটি কোনো রোগ নয়। নাক দিয়ে রক্তপাত নাক অথবা অন্য কোনো রোগের বহিঃপ্রকাশ।

নাক দিয়ে রক্তপাতের কারণ
১. শতকরা ৮০ থেকে ৯০ ভাগ রোগীর ক্ষেত্রে নাক দিয়ে রক্তপাত হওয়ার কারণ জানা যায় না।

২. অন্যান্য কারণের মধ্যে রয়েছে-
– কোনো কারণে নাকে আঘাত পেলে, হেড ইনজুরি হলে
– নাকে কোনো কিছু ঢুকে গেলে
– নাকে প্রদাহ বা ইনফেকশন হলে
– নাকের ভেতর পলিপ হলে
– অনেক সময় নাকের হাড় বাঁকা থাকলে
– নাকে ফাঙ্গাল ইনফেকশন হলে
– নাকে টিউমার বা ক্যান্সার হলে
– সাইনাসের বিভিন্ন রোগের কারণেও নাক দিয়ে রক্তপাত হতে পারে।

১. পরিবেশগত কারণ-
– শীতপ্রধান দেশে এবং এয়ারকন্ডিশন রুমে কারো কারো ক্ষেত্রে নাক শুকিয়ে গিয়ে নাক দিয়ে রক্তপাত হতে পারে।
২. বিভিন্ন সাধারণ রোগেও নাক দিয়ে রক্তপাত হতে পারে-
– উচ্চ রক্তচাপ
– বিভিন্ন রক্তরোগ, যেমন- হিমোফিলিয়া, পারপুরা, লিউকেমিয়া, ভিটামিন-সি ও ভিটামিন-কে স্বল্পতা, লিভারের কোনো কোনো রোগ।
৩. কিছু ওষুধের কারণেও নাক দিয়ে রক্তপাত হতে পারে-
– এসপিরিন বা অন্যান্য রক্ত জমাট বাঁধতে দেয় না এমন ওষুধ
৪. জন্মগত রোগেও নাক দিয়ে রক্ত পড়তে পারে।

নাক দিয়ে রক্তপাত যেকোনো বয়সে হতে পারে। সাধারণত বয়স্কদের উচ্চ রক্তচাপ, টিউমার অথবা ক্যান্সার হলে নাক দিয়ে রক্তপাত হতে পারে।

নাক দিয়ে রক্তপাতের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা
প্রথমত, রোগীকে ও রোগীর পরিবারের সদস্যদের রোগ সম্পর্কে বোঝাতে হবে এবং ভালোভাবে নাক পরীক্ষা করতে হবে। নাক দিয়ে রক্তপাতের অন্যান্য সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। যেমন-

১. নাক বা সাইনাসের এক্স-রে
২. নাকের এন্ডোস্কপি
৩. রক্ত পরীক্ষা
৪. প্রয়োজনে সিটি স্ক্যান, এমআরআই এবং অন্যান্য পরীক্ষা করতে হবে।

নাক দিয়ে রক্তপাতের চিকিৎসা
প্রাথমিকপর্যায়ে বাসায় ১০ মিনিট নাক চেপে ধরলে সাধারণত নাকের রক্তপাত বন্ধ হয়ে যায়। তারপর আইসব্যাগ নাকের ওপর রাখলেও অনেক সময় নাক দিয়ে রক্তপাত বন্ধ হয়। এরপরও যদি রক্তপাত বন্ধ না হয়, তাহলে ভয় বা দুশ্চিন্তার কারণ নেই। রোগীকে অতি সত্ত্বর নিকটবর্তী কোনো হাসপাতালে অথবা নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। অন্যান্য চিকিৎসার মধ্যে রয়েছে কটারি বা নাকে প্যাক দেয়া। দক্ষ চিকিৎসকের মাধ্যমে নাকে প্যাক দিলে বেশিরভাগ ক্ষেত্রে নাকের রক্তপাত বন্ধ হয়ে যায়। সর্বোপরি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নাক দিয়ে রক্তপাতের কারণ বের করে ওই রোগের সঠিক চিকিৎসা করতে হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top