টাঙ্গাইলে কলেজছাত্র ইসরাক হত্যার ঘটনায় আটক ২

টাঙ্গাইল শহরে কলেজছাত্র ইসরাককে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তবে এই মুহূর্তে পুলিশ তাদের পরিচয় গোপন রেখেছে।

বুধবার বিকেলে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গলিতে ইসরাককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ইসরাক শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে এবং টাঙ্গাইল ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিল।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে বুধবার রাতেই দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই মুহূর্তে তাদের পরিচয় জানানো যাচ্ছে না।

বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে ইসরাকের লাশ হস্তান্তর করা হয়। পরে আশেকপুরে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

Share this post

scroll to top