গাজীপুরে পাঁচ শিক্ষক ও তিন পরীক্ষার্থী বহিস্কার

গাজীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে কেন্দ্র হল সুপারসহ পাঁচ শিক্ষক এবং নকলে জড়িত থাকার অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহিনুর ইসলাম জানান, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা চলাকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এমইএইচ আরিফ কলেজ কেন্দ্রে ইংরেজী পরীক্ষার দিন শিক্ষকদের কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা বাঘিয়া মমিন স্কুলের কাজী সালাহ উদ্দিন, এফকেআর আইডিয়াল স্কুলের সহকারি শিক্ষক মইনুল ইসলাম, অরবিটাল এডুকেয়ার স্কুলের সহকারি শিক্ষক সাজ্জাদ হোসেন, একই স্কুলের সহকারি শিক্ষক সবুজ মিয়া ও হাতিমারা উইনার্স পাবলিক স্কুলের শিক্ষক আল নাহিয়ানকে এমইএইচ আরিফ কলেজ কেন্দ্রে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওয়াসিমুজ্জামান চৌধুরী জানান, বিষয়ভিত্তিক শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়ায় ওই কেন্দ্রের সহকারি কেন্দ্র সচিব মো: আবুল কাশেমসহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে কালিয়াকৈর ইউএনও কাজী হাফিজুল আমিন জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে শেওড়াতলী ভুবেনশ্বরী গার্লস স্কুল কেন্দ্রের পরীক্ষার্থী সোহাগ সাহা, তিশা আক্তারসহ তিন পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে।

Share this post

scroll to top