কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তিনি দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সবাইকে নিয়ে একটি সার্বিক ঐক্য চান। তিনি বলেন, সার্বিক ঐক্যের মধ্যে বি চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে তিনি এক মঞ্চে থাকবেন।
বুধবার মতিঝিলস্থ তার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীর সংলাপ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এটি দেশের জন্য একটি মাইলফলক। বঙ্গবন্ধুর কন্যা বলেইা তিনি এ ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছেন।
তবে তার রাজনৈতিক অবস্থান জানাতে তিনি আগামী ৩ নভেম্বর পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বলেন। তিনি সেদিন তার রাজনৈতিক অবস্থান জানাতে জেল হত্যা দিবসের আলাচনা সভার আয়োজন করেছেন বলে জানান। সেখানে প্রধান অতিথি থাকবেন ড. কামাল হোসেন। তিনি আভাস দেন, এই আলোচনা সভায় বি চৌধুরীকেও নিয়ে আসবেন।
তিনি আরো জানান, আজ রাতে ডা. কামাল হোসেনকে তিনি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।