মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের রায়দক্ষিণ কোহিনুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ায় ভেন্যু ইনচার্জ কাজী মকবুল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
পরীক্ষার দু’দিন পর বুধবার এ ঘটনা প্রকাশ পেলে তাৎক্ষণিকভাবে ওই ইনচার্জকে অব্যাহতি দেয়া হয় বলে কেন্দ্র সচিব বাবু রাধেশ্যাম সাহা নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া ভেন্যু ইনচার্জ কাজী মকবুল হোসেন রায়দক্ষিণ কোহিনুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত সোমবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় ওই ভেন্যুর ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জনকে ২০১৮ সালের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেয়া হয়। তারা ওই প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করে। পরীক্ষার্থীরা এ বিষয়ে আজ বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে এ ঘটনা প্রকাশ পায়। পরে দায়িত্ব পালনে অবহেলার দায়ে ভেন্যু ইনচার্জকে অব্যাহতি দেয়া হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা বলেন, পুরনো প্রশ্নে পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের ব্যাপারে অফিসিয়ালি বোর্ডের সাথে যোগাযোগ করে খাতাগুলো ওই প্রশ্নপত্রে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, ঘটনাটি আজকে জানতে পেরে ভেন্যু ইনচার্জকে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সাথে পরবর্তী পরীক্ষাগুলোতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।