‘পড়ব বই, গড়ব দেশ—বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার দুপুরে নগরীর জিমনেসিয়াম সংলগ্ন গণগ্রন্থাগার চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কান্তি বসাক এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন গণগ্রন্থাগারের সহকারি পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন।
এসময় বক্তারা বলেন, জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই এ দিবসের লক্ষ্য। যে জাতি যত বেশি গ্রন্থাগার ব্যবহার করেছে বা করছে সে জাতি তত বেশি উন্নত। কারণ গ্রন্থাগার হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন। সূত্র: বিডি-প্রতিদিন