ঢাকাWednesday , 31 October 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৭

Link Copied!

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি কারাগারের বাইরে আত্মঘাতী বোমা হামলায় সাত জন নিহত হয়েছেন। বুধবার কাবুলের পুল-এ-চরকি নামক কারাগারের নিকটে এই ঘটনা ঘটে।

পুল-এ-চরকি নামক এই কারগারটি রাজধানী কাবুলের সবচেয়ে বড় কারাগার। সরকারি কর্মকর্তা-কর্মচারী বহনকারী একটি বাস কারাগারের সামনে পৌছলে সেটাকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় এবং এতে সাতজন নিহত হয়।

পুল-এ-চরকি নামক এই কারাগারটি কাবুল শহরের উপকন্ঠে অবস্থিত।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী বহনের জন্য নিয়োজিত বাসটিতে অবস্থানকারী সকলেই ওই পুল-এ-চরকি কারাগারে চাকরি করেন এবং তাদের বহনকারী এই বাসটি কারাগারের সামনে আসামাত্র একজন হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

রাজধানী কাবুলে চালানো সর্বশেষ এই বোমা হামলায় আরো পাঁচজন নাগরিক আহত হয়েছেন।

অবশ্য তাৎক্ষণিকভাবে কেউই এই বোমা হামলার দায় স্বীকার করেনি।

দানিশ বলেন, আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে বাসের দিকে এগিয়ে আসেন।

উল্লেখ্য, আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন কার্যালযের প্রবেশ মুখে আত্মঘাতী বোমা হামলা চালানোর কয়েকদিনের মধ্যেই কাবুলের সবচেয়ে বড় কারাগারের নিকটে বোমা হামলা করা হলো। নির্বাচন কমিশনের প্রবেশ মুখে করা বোমা হামলায় কমপক্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়।

চলতি বছর আফগানিস্তানে সরকারবিরোধী বিভিন্ন গ্রুপের বোমা হামলায় রেকর্ড সংখ্যক আফগান বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। জাতিসঙ্ঘ বলছে, ২০১৪ সালের পর চলতি বছরই সবচেয়ে বেশি সংখ্যক আফগান বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।