ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে আছাড় মেরে তিন মাসের ভাতিজিকে হত্যা করেছে চাচা। রোববার কাঠালিয়ায় উপজেলার পশ্চিম তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রতক্ষদর্শী ও আহতরা জানায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাই বোনদের সাথে কামাল সিকদারের দীর্ঘ দিনের বিরোধ ছিল। সকালে আফজাল হোসেন অপর দুই বোন নারগিস ও রাজিয়া তাদের দলবল নিয়ে কালাম সিকদারের ওপর চড়াও হয়। কাথা কাটাকাটির এক পর্যায়ে তারা কামালকে মারধর শুরু করে। এ সময় ভাই নবীকে নিয়ে তানিয়া তার স্বামীকে রক্ষার জন্য ছুটে আসলে প্রতিপক্ষের লাঠির আঘাতে কোলে থাকা শিশু জান্নাতি ছিটকে পড়ে যায়। এ সময় চাচা আফজাল তাকে তুলে মাটিতে আছাড় মারে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এসময় শিশুটির মা তানিয়া আক্তার, বাবা কামাল সিকদার এবং মামা নবী হোসেন আহত হয়েছে।
কাঠালিয়ার থানার ওসি পুলক চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন। অভিাযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।