ঢাকাSunday , 2 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এ বছর সীমান্ত হত্যা অনেক বেড়ে গেছে : স্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী

Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এ বছর সীমান্ত হত্যা অনেক বেড়ে গেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা।

সীমান্ত হত্যা বেড়ে যাওয়ার বিষয়টি ভারতের কাছে তুলছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আজ রোববার নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সীমান্তে হত্যা বেড়ে যাওয়ার বিষয়টি ভারতের কাছে তুলে ধরার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ আছি। যখনই দুর্ঘটনা ঘটে, তখনই ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে বলি, এগুলো কেন হচ্ছে?’

এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘ভারত সরকার সব সময় আমাদের প্রতিশ্রুতি দিয়ে আসছে, সীমান্তে একজনেরও প্রাণহানি ঘটবে না। তবু ঘটছে। আমাদের মধ্যে চুক্তি আছে, সীমান্তে যাতে কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা না হয়। তারপরও হচ্ছে। এ নিয়ে তাদের নানা রকম ব্যাখ্যা আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতীয়রা বলে থাকে, আমাদের লোকজন তাদের সীমানার অনেক ভেতরে চলে যান। তারা সীমান্তে কোনো লোক হত্যা করে না।’

আব্দুল মোমেন আরও বলেন, ‘সেদিন ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে বলেছি, বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত উন্নত। এর মধ্যে এগুলো হবে কেন? এগুলো খুবই লজ্জাজনক। আমরা চাই, সীমান্তে যাতে একজনও প্রাণ না হারান।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে সীমান্ত হত্যার বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশ।

ভারতীয় হাইকমিশনারকে তলব প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, ‘আমরা বাহবা নিতে চাই না। আমরা বাহবা নিয়ে বলতে চাই না, ভারতের হাইকমিশনারকে ডেকে এনেছি। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। আমরা চাই, একজন বাংলাদেশি যেন প্রাণ না হারান।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।