তানিউল করিম জীম : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ‘মারণ সাগর’ স্মৃতিস্তম্ভ এখন দর্শনার্থীদের বসার জায়গায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধ থাকলেও মানছে না কেউ । এ ব্যপারে প্রশাসপনাী কোনো ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে না।
জানা যায়, প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে বহিরাগত দর্শনার্থীরা। এছাড়া দূর থেকে প্রতি শুক্রবার ও শনিবার আনন্দ ভ্রমণ ও শিক্ষাসফরে আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ঘুরতে এসে তারা মুক্তিযুদ্ধে প্রাণ হারানো শহীদদের স্মরণে নির্মিত মারণ সাগর নামক স্মৃতিস্তম্ভের উপরে বসে ছবি তোলে বিভিন্ন ভঙ্গিতে। এমনকি তারা জুতোসহ ওই স্মৃতিস্তম্ভে উঠে। এদিকে বাদাম, চিপস ও পানির বোতল ব্যবহারেরও পর ফেলা হচ্ছে তারই আশেপাশে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, বিজয়-৭১ স্মৃতিস্তম্ভের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে একই রকম ঘটনা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো আজহারুল হক বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসব বিষয় সমাধানের জন্য সবার সহযোগীতা ও আন্তরিকতা প্রয়োজন।