ময়মনসিংহে ১ হাজার ৩৯৩একর খাসজমি অবৈধ দখলদারদের দখলে

ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহে ১ হাজার ৩৯৩ দশমিক ৮১ একর খাসজমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ময়মনসিংহসহ সারা দেশে ৬২ হাজার ৫৩৭ দশমিক ৩৮ একর খাসজমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী। বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ দিদারুল আলমের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সংসদে সাইফুজ্জামান চৌধুরী জানান, সারা দেশে ৬২ হাজার ৫৩৭ দশমিক ৩৮ একর খাসজমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১৫ হাজার ৫৪ দশমিক ১৯ একর, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৮৫৯ দশমিক ৯৮ একর, খুলনায় ৩ হাজার ৪৪৫ দশমিক ৭৬ একর, রংপুরে ৭ হাজার ৩৮৭ দশমিক ৭৭ একর, ময়মনসিংহে ১ হাজার ৩৯৩ দশমিক ৮১ একর, বরিশালে ৪ হাজার ৬৯ দশমিক ৬১ একর, সিলেটে ৫ হাজার ১৬৪ দশমিক ৬৫ একর এবং রাজশাহী বিভাগে ১ হাজার ১৬১ দশমিক ৬১ একর খাসজমি অবৈধ দখলে রয়েছে।

মন্ত্রী জানান, খাসজমি উদ্ধারের জন্য নিয়মিত পরিদর্শনের বিষয়ে সব জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের তালিকা করে এসব জমি সরকারের দখলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য উচ্ছেদ অভিযান চালানো হবে।

Share this post

scroll to top