কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতিব মারা গেছেন

ময়মনসিংহ লাইভ ডেস্ক : বাংলাদেশের প্রখ্যাত আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ওনার জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুরে ২ টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আল্লামা আযহার আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোররাতে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। বুধবার বিকেল ৫টার দিকে মৃত্যু হয় তার। রাতেই তার মরদেহ কিশোরগঞ্জে আনার কথা রয়েছে।

Share this post

scroll to top