নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা দলটিই অপরবির্তিত রেখেছেন পাকিস্তান নির্বাচকরা।
সংযুক্ত আরব আমিরাতে গত রাতে শেষ ম্যাচে ৩৩ রানে পরাজিত করে তিনটি টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে সীমিত ওভারের কোন সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করে পাকিস্তান। যে কারণে উইনিং কম্বিনেশন ঠিক রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন পাকিস্তান নির্বাচকরা।
তিন ম্যাচ টি-২০ সিরিজে আগামী বুধবার আবু ধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী নিউজিল্যান্ড। পরবর্তী দুই ম্যাচ দুবাইতে আগামী শুক্র ও রোববার অনুষ্ঠিত হবে।
পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শাইবজাদা ফারহান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হুসেইন তালাত, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান সিনওয়ারি, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ওয়াকাস মাকসুদ, ফাহিম আশরাফ।