ঢাকাTuesday , 30 October 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘সরকার আবারো ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে’

Link Copied!

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, সরকার মুখে অশংগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও তারা আবারো ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে। খালেদা জিয়া ও তারেক রহমানকে ফরমায়েশী মামলায় সাজা দিয়ে নির্বাচনের বাইরে রাখার ফন্দি করছে সরকার। কিন্তু এ ধরনের কোন নির্বাচন হতে পারে না, হতে দেয়া হবে না। তারেক রহমান যে কর্মসূচী দেবেন তা সফল করে এ সরকারকে বিদায় করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি। এ জন্য সবাই প্রস্তুত থাকুন।

তিনি মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় সাজা দেয়ার প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ী রোডে কেন্দ্রীয় কর্মসূছীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, ফজলুল বারী বেলাল, রেজাউল করিম বাদশা, মাহবুবর রহমান বকুল, জানে আলম খোকা, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, সিপার আল বখতিয়ার, শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, আবু হাসান, খাদেমুল ইসলাম, ফারুকুল ইসলাম, আলী মুররাজি তরুন , এসএম রফিকুল ইসলাম, মিজানুর রহমান, মাহমুদ শরীফ মিঠু, মাজেদুর রহমান জুয়েল, আবু জাফর জেমস, সুলতান আহমেদ তুহিন , আব্দুল মোমিন প্রমুখ। এ কর্মসূচীতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এদিকে জেলা শ্রমিকদলের মিছিলে পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয়ার অভিযোগ করেছে শ্রমিকদল। বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল গালাপট্টি হয়ে খোকন পার্ক হয়ে নবাববাড়ী মোড়ে পৌঁছলে পুলিশের বাধা পায় । এক পর্যায়ে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়।এতে জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আব্দুল হামিদ মিটুল , শহর সভাপতি লিটন শেখ বাঘাসহ নেতৃবৃন্দ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।