নিজস্ব প্রতিবেদক : প্রায় সব দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন পয়লা ফেব্রুয়ারি ২০২০ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দেশের প্রভাবশালী অনলাইন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) আয়োজিত ‘সিটি করপোরেশন নির্বাচন ২০২০, জনসাধারণের প্রত্যাশা’ বিষয়ক বিশেষ সভায় উক্ত নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর হবে এবং নির্বাচিত মেয়র জনবান্ধব হবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন বনেক নেতৃবৃন্দ।
বনেকের উপদেষ্টা এবং দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ বলেন, সিটি করপোরেশন নির্বাচন ২০২০ নিয়ে জনগণ এবং আমাদের প্রত্যাশা অনেক। বর্তমান সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন উপহার দিতে চলেছেন সেই প্রক্রিয়ায় জনগণের ভোটে যিনি মেয়র নির্বাচিত হবেন, তিনি সুন্দর, পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত ঢাকা নগরী উপহার দেবেন এটাই জনগণ ও আমাদের প্রত্যাশা। সংগঠনটির সভাপতি খায়রুল আলম রফিক আলোচনায় বলেন, সিটি করপোরেশন নির্বাচন ২০২০ নিয়ে জনসাধারণের অনেক প্রত্যাশা। আশা করি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন মেয়রগণ জনসাধারণের সকল প্রত্যাশা পূরণ করে সিটির উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ বলেন, আমরা সুষ্ঠু, সুন্দর, ইতিবাচক একটি নির্বাচন দেখতে চাই। আমি আশা করছি এই নির্বাচনে বনেকের সদস্যসহ সকল সাংবাদিকেরাও তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করে সুষ্ঠু একটি নির্বাচনে সহায়ক হিসেবে কাজ করবেন।
বনেকের সিনিয়র সহ-সভাপতি তাজবীর সজিব বলেন, আসন্ন সিটি নির্বাচনে নির্বাচিত মেয়রদ্বয় জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তির মেলবন্ধন ঘটিয়ে ঢাকা সিটিতে বসবাসরত জনসাধারণের সুন্দর জীবন নিশ্চিত করবেন এমনটাই আমি প্রত্যাশা করছি।সভায় আরও উপস্থিত ছিলেন—বনেকের দপ্তর সম্পাদক এইচ এম এ তারেক ভুইয়া, সদস্য মামুনুর রশিদ মুন্না।