স্টাফ রিপোর্টার : পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ও বাংলাদেশ বিভাগীয় কমিশনার এর কার্যালয় কর্মচারী সমিতির (বাবিককাকস) নেতা কর্মীরা আন্দোলনে নেমেছে।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় ও ময়মনসিংহ বিভাগীয় অফিসের সামনে কর্মবিরতি এবং অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা। মানববন্ধনে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত-কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কালেক্টরেট ময়মনসিংহ জেলার সভাপতি সমশের আলী, সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন তালুকদার, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মো: নাহিদুর রহমানসহ প্রমুখ।