স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার ছাত্র বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভলিবল (ছাত্র) দল ধারাবাহিকভাবে ৮ম বারের মত অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ছাত্র বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল দল গ্রুপ পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সরাসরি (২-০) সেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (২-০) সেটে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সেমিফাইনাল খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল দল (২-০) সেটে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। শেষ পর্যন্ত ফাইনাল খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল (ছাত্র) দল (২৫-১৩), (২৫-১১) পয়েন্টের ব্যবধানে ২-০ সেটে ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল (ছাত্র) প্রতিযোগিতায় এবার সহ ৮ম বারের মত চ্যাম্পিয়ন এবং ভলিবল (ছাত্রী) দল ৬ষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল খেলার ইতিহাসে রেকর্ড সৃষ্টি করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড় জামিউর হোসেন জীমকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড় মোঃ সোহেলকে ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। প্রতিযোগিতার সেরা কোচ নির্বাচিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও বাংলাদেশ জাতীয় ভলিবল দলের নির্বাচক মোহাম্মদ শোয়াইব। ম্যানেজারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. দ্বৈপায়ন সিকদার। বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রী এ প্রতিযোগিতা উপভোগ করেন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল (ছাত্র) দলের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, টাঙ্গাইল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোয়াজ্জেম হোসেন।