ময়মনসিংহে আমন চাল সংগ্রহ : মাঠে নামছে দুদক

ময়মনসিংহে আমন চাল সংগ্রহ অভিযানে মিলারদের বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।

দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহের অতিরিক্ত সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর জানান, আমন চাল সংগ্রহ অভিযানে অনৈতিক লেনদেনের মাধ্যমে মিলারদের মাঝে বরাদ্দ দেওয়া নিয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে কাজ শুরু করা হয়েছে। জেলার মিল মালিকরাও এটি নিয়ে অভিযোগ করেছিল। শনিবার সকাল থেকেই দুদকের টিম জেলার তারাকান্দা উপজেলার বরাদ্দ পাওয়া রাইস মিলে পরিদর্শন করেছে।

Share this post

scroll to top