বাংলাদেশের জন্য টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। আর পাকিস্তানের সামনে সুযোগ সিরিজ নিশ্চিত করার। এ মিশনে শেষ হাসি হেসেছে স্বাগতিক পাকিস্তানই। বাংলাদেশকে পুরো ম্যাচে কোনো রকমের সুযোগ না দিয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ জয়। হার বিবেচনায় প্রথম ম্যাচের তুলনায় এটা আরো বেশি লজ্জাজনক।
তো এই রজ্জাজনক হারের পর কী ভাবছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ? ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ম্যাচ বা সিরিজ কোনোটাই হারতে প্রস্তুত ছিলাম না। এই হারে আমরা হতাশ। আমরা ম্যাচ জয়ের মতো যথেষ্ট রান করতে পারিনি। এই উইকেটে ১৫০-১৬০ বা তার বেশি করা উচিত ছিল।
তিনি আরো বলেন, তামিম ছাড়া দলের কেউই ভালো রান করতে পারেনি। অন্যদিকে পাকিস্তানি বোলাররা সঠিক লাইন-লেন্থ বজায় রেখে বল করেছে।
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা- এমন প্রশ্নের জবাবে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, পরবর্তী ম্যাচের একাদশ নিয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে পরে বসে সিদ্ধান্ত নেব।