ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির নতুন ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির নতুন ভবনের উদ্বোধন হয়েছে। শহরের জুবলী রোডের নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)। উদ্বোধনী অনুষ্ঠানের পর সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহাবুবুর রহমান, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা।

ভবনটি উদ্বোধনের পূর্বে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির নিজস্ব দুইটি বাসেরও উদ্বোধন করা হয়।

Share this post

scroll to top