ময়মনসিংহে পিঠা উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে রাহেলা-হযরত মডেল স্কুলের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ।

এ সময় পিঠা উৎসব উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল কালামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.হাসান কামাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুব হাসান শাহীন, ত্রিশালের ইউএনও মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, এএসপি স্বাগতা ভট্রাচার্য্য, ওসি আজিজুর রহমান প্রমুখ।

Share this post

scroll to top