ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য লিভারপুল। বৃহস্পতিবার প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে ২-১ গোলে জয় পায় সালাহ বাহিনী। এ জয়ের ফলে দলটি শিরোপা জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল।
লিগের ২৩তম রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে জয়টি প্রত্যাশিত ছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের কাছে। গত ৬ ম্যাচের অপ্রতিরোধ্য লিভারপুল খেলার ৮ম মিনিটে জর্ডান হেন্ডারসনের হেডে এগিয়ে যায়। ১৮ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন মোহাম্মদ সালাহ। বিরতির ঠিক আগ মুহূর্তে আরও একটি সহজ সুযোগ মিস করেন মিসরের এই ফরোয়ার্ড।
তবে দ্বিতীয়ার্ধে উজ্জীবিত প্রতিপক্ষের মেক্সিকোর ফরোয়ার্ড রাউল হিমেনেসের গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। মাথা দিয়ে দুরন্ত প্লেসিংয়ে অ্যালিসন বেকারকে বোকা বানান হিমেনেস। এর কিছু সময় আগেই সালাহর বাঁ-পায়ের জোরালো শট দুরন্ত ক্ষিপ্রতায় রক্ষা করেন উলভস গোলরক্ষক। এরপর কখনও ট্রাওরে আবার কখনও জিমেনেজের প্রচেষ্টা কড়া হাতে সামাল দেন বেকার। উলটোদিকে বারকয়েক দলের ত্রাতা হয়ে ওঠেন উলভস দুর্গের শেষ প্রহরী প্যাট্রিসিও।
প্রতিপক্ষের মুহুর্মুহু আক্রমণ সামলে নিয়ে ৮৪ মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। সতীর্থ খেলোয়াড়ের পাস ডি-বক্সে পেয়ে জোরালো শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। এর ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। ম্যাচসেরা হন হেন্ডারসন।
২৩ ম্যাচে ২২ জয় ও এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৬৭। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি।