শুক্রবার বিকেল তিনটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এ ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর পরিকল্পনা কী সেটা অবশ্য আগ থেকেই জানা। টি-টোয়েন্টির র্যাঙ্কিং সেরা দল পাকিস্তানকে সিরিজে হারাতে চায় বাংলাদেশ। সেটা করতে চাইলে জয় দিয়ে শুরু করাই নিরাপদ।
তবে পাকিস্তান যদি তিন ম্যাচে মাত্র একটি ম্যাচ হারলেও পাকিস্তানের ক্ষতি হবে বড়। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তারা তখন দুইয়ে চলে যাবে। ২০১৮ সালের জানুয়ারিতে শীর্ষে ওঠা পাকিস্তানে নিজেদের এমন অর্জন হাতছাড়া করতে চায় না।
বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেই বাবর আজম জানিয়ে দিয়েছেন নিজেদের অবস্থান, ‘ আমাদের লক্ষ্য হলো র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখা। সেটা তখনই করতে পারব যখন আমরা তিনটি ম্যাচই জিতব। তার মানে এটা বাঁচা-মরার প্রশ্ন। আমরা এর মাঝেই এ নিয়ে পরিকল্পনা সাজিয়ে নিয়েছি। ’
ওদিকে বাংলাদেশের জন্য পাকিস্তান সিরিজ অপেক্ষায় আছে অনেক সম্ভাব্য পুরষ্কার নিয়ে। বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হারলেও পাবে দুই রেটিং পয়েন্ট। সিরিজটা যদি মাহমুদউল্লাহর দল ২-১ ব্যবধানে তাহলে ৬ পয়েন্ট বেড়ে যাবে রেটিং। আর সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করতে পারলে ১০ রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। সে সঙ্গে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে টপকে র্যাঙ্কিংয়েও সাতে চলে আসবে বাংলাদেশ।