সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন

ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর ট্রেন পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার জন্য স্টেশনের আউটারে পৌঁছে। এসময় ট্রেনটির পাওয়ার কারে আগুন দেখা যায়। তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেয় চালক। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে জানান তিনি। এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Share this post

scroll to top