ময়মনসিংহ লাইভ ডেস্ক : নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের অবৈধ নদী দখলদারদের প্রস্তুতকৃত তালিকা প্রকাশ হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশকৃত এ তালিকায় ময়মনসিংহ জেলার ২ হাজার ১৬০ জন অবৈধ নদ-নদী, খাল-বিল ও জলাশয় দখলদারের নাম রয়েছে। সারাদেশে এ দখল দালের সংখ্যা ৪২ হাজার ৪২৩ জন।
জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশকৃত তালিকা অনুযায়ী, কুমিল্লা জেলায় সর্বাধিক পাঁচ হাজার ৯০৬ জন অবৈধ দখলদার রয়েছে। এছাড়া নোয়াখালীতে চার হাজার ৪৯৯ জন, চট্টগ্রামে চার হাজার ৭০৪, কুষ্টিয়ায় তিন হাজার ১৩৪, বরিশালে দুই হাজার ২৭২, ময়মনসিংহে দুই হাজার ১৬০ জন অবৈধ দখলদার রয়েছে।