মো. আব্দুল কাইয়ুম : ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক বর্ণাঢ্য র্যালী, মেলা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে মেলা প্রঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মুবিনুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল্ল্যাহ আল বাকী, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তালহাসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিবর্গ। মেলায় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের ১৫টি স্টল অংশ গ্রহণ করেছে। বিকেলে টাউন হল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।