ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিয়াপাড়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বৈধ ভাড়াটিয়া ব্যবসায়ী ও এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী আবুল কালাম, হেফজুল বারী, আবু হানিফ এবং নোমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল বাজারে জমি দখল করে দুই শতাধিক দোকানপাট তৈরি করে ভাড়া দিয়ে প্রতিবছর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অচিরেই তাদেরকে উচ্ছেদ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অচিরেই উদ্যোগ নেওয়ার কথা জানান।