বিশ্বসাহিত্য কেন্দ্র ময়মনসিংহ ইউনিটের আয়োজনে আজ ২৩ জানুয়ারি হতে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ রবিউল ইসলাম জানান বই মেলা প্রতিদিন ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে । মেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনীর বই থাকবে। যারা বই পড়তে, কিনতে পছন্দ করেন, সারাবছর বইমেলার অপেক্ষায় থাকেন তাদের সুবিধার্থে এই বইমেলার আয়োজন করা হয়েছে।
এখানে দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতিমান লেখকদের উপন্যাস-গল্পের বই-রম্যরচনা-ভ্রমনকাহিনী-কবিতার বই-প্রবন্ধের বই-নাটকের বই-জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম-দর্শন-বিজ্ঞান-সায়েন্স ফিকশন-সমালোচনা- অনুবাদসহ মননশীল সব ধরনের বই পাওয়া যাবে। বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন।