মানিকগঞ্জ শহরে মাহমুদা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের দক্ষিণ সেওতা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাহমুদা বেগম দক্ষিণ সেওতা এলাকার আলিয়ার রহমানের স্ত্রী।
মানিকগঞ্জ সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
বিস্তারিত এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।