রায়ের বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীর রায়ের বাজার এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দু’জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন ঝড়ু শেখ (৪৫), সাইফুল ইসলাম (৪৫) ও মঞ্জুরুল ইসলাম (৩৫)।

হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুড়িগঙ্গা নদীর পাশে বিআইডব্লিউটিসির পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় ১১ হাজার বিদ্যুতের ভোল্টের তারের সাথে রড জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

Share this post

scroll to top