কেরানীগঞ্জের হজরতপুরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটারসাইকেলকে একটি অটো-রিকশা ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন।
আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা আরেকজনকে মৃত ঘোষণা করেন। সূত্র : ইউএনবি।