ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন জানান, এতে ময়মনসিংহ থেকে নেত্রকোণা, জারিয়া ও চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি।
তিনি বলেন, সোমবার বিকাল সোয়া ৪টার দিকে লোকাল ট্রেনটি শম্ভূগঞ্জ রেলস্টেশন ক্রস করার সময় ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
“এতে নেত্রকোণা, জারিয়া এবং চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”
কেওয়াটখালী লেকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওয়ানা হয়েছে; তবে উদ্ধারকাজ শেষ হতে সময় লাগবে বলেও জানান ওসি। এর আগেও গত বুধবার ও শুক্রবার ৩ দিনে ২ বার ট্রেনের বগি লাইনচ্যুত হয়।