স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের চর গোবদিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোয়াদ মিয়া (২) লোকমান হোসেনের ছেলে ও ইব্রাহিম মিয়া (দেড় বছর) একই বাড়ির ফজলুল হকের ছেলে।
সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকায় বাড়ির কেউই দুই শিশুর খোঁজ রাখেননি। প্রায় ঘন্টাখানেক পরে বাড়ির পুকুরের পানিতে ভেসে উঠে দুই শিশুর লাশ। পরে দুই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শিশুর লাশ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।