‘ময়মনসিংহ হউক ফুলে ফুলে সুরভিত আধুনিক নগর’ এই স্লোগানকে সামনে রেখে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে এক মাসব্যাপী পুষ্প মেলা।
গতকাল রোববার দুপুর ২ টায় ময়মনসিংহ নগরীর কাচারী ঘাটস্থ ব্রহ্মপুত্র নদের তীর ঘেষে এই মেলা শুরু হয়। মেলা উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক (টিটু)।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উচ্চমান সভাপতি কাঞ্চন কুমার নন্দী। নার্সারী মালিক সমিতির বিভাগীয় সভাপতি বৃক্ষবিদ মো.রফিকুল ইসলাম (টিটু)। ময়মনসিংহ সদর শাখার সভাপতি মুহা. সুরুজ আলী মীর। মহানগর শাখার সভাপতি মুহা. আবুল কাশেম (রতন) প্রমুখ।
পুষ্প মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারির কয়েকটি স্টলসহ বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন নার্সারী মেলায় অংশগ্রহণ করেছে। বাহারি রং ও বিভিন্ন জাতের ফুল দিয়ে সাজানো হয়েছে মেলার প্রতিটি স্টল।